পৃষ্ঠাসমূহ1 2 3 4 5 6 7

শনিবার, ২১ জুলাই, ২০১৮

আজ থেকে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের লড়াই

বিশ্বকাপ নিয়ে উন্মাদনা শেষ এবারের মতো। তাই বলে ফুটবল নিয়ে মাতামাতিও কি শেষ? অবশ্যই নয়। আজ শনিবার ইউরোপের বড় বড় ক্লাবের মধ্যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের প্রতিযোগিতায় শুরু হচ্ছে। ইউরোপের সেরা ১৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আগামী ১১ আগস্ট ইন্টারন্যাশনাল ফুটবল কাপ শেষ হবে।
প্রথম ম্যাচে শনিবার মাঠে নামবে ম্যানসিটি এবং বরুসিয়া ডর্টমুন্ডু। স্প্যানিশ ক্লাবের মধ্যে বার্সেলোনা প্রথম মাঠে নামবে। কাতালান ক্লাবটি ২২ জুলাই টটেনহ্যামের মুখোমুখি হবে। রিয়াল মাদ্রিদ মঙ্গলবার খেলবে ম্যানইউয়ের বিপক্ষে। আর অ্যাথলেটিকো মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে বৃহস্পতিবার।
এবারের মেসি-রোনালদো দ্বৈরথ আর থাকছে না। রোনালদো চলে গেছেন জুভেন্টাসে। ফলে ইতালিয়ান লিগ নিয়েও এবার অনেকের আগ্রহ বাড়বে। রোনালদোকে কবে মাঠে খেলতে দেখা যাবে নতুন জার্সিতে? ৫ আগস্ট হলে মন্দ হয় না! ওই দিন যে রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস প্রীতি ম্যাচ! এই ম্যাচে রোনালদোর খেলার সম্ভাবনা কম বলেই শোনা যাচ্ছে। রোনালদো নিজেই নাকি রিয়ালের বিপক্ষে খেলে অভিষিক্ত হতে চান না। ইতালিয়ান লিগ সিরি আর সূচি এখনো ঘোষিত হয়নি। ২০ অথবা ২৬ জুলাই জানা যাবে সেটি। ১৮ আগস্ট শনিবার শুরু হতে পারে লিগ। ইতালিয়ান সুপার কাপ এবার নিয়ে যাওয়া হয়েছে জানুয়ারিতে। সৌদি আরবে হবে ম্যাচটি। জুভেন্টাসের মুখোমুখি হবে এসি মিলান।
এবারই প্রথম নারীদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নারীদের টুর্নামেন্ট হবে মায়ামিতে। অন্যদিকে পুরুষদের এই প্রতিযোগিতা ইউরোপ, সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। পুরুষদের ক্লাবের মধ্যে থাকছে রিয়াল-বার্সা, ম্যানইউ-ম্যানসিটির মতো বড় বড় ক্লাব।
এবারের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সবচেয়ে বেশি দল অংশ নিচ্ছে। প্রিমিয়ার লিগ থেকে ম্যানইউ, ম্যানসিটি, চেলসি, লিভারপুল, আর্সেনাল এবং টটেনহ্যাম খেলবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে।
অন্যদিকে স্প্যানিশ লিগ থেকে খেলবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ডু খেলবে এই প্রতিযোগিতায়।
ইতালির সিরি আ থেকে জুভেন্টাস, রোমা, ইন্টার এবং এসি মিলান থাকবে এই প্রতিযোগিতায়। ফ্রান্সের পিএসজি এবং লিওন অংশ নেবে এই কাপ প্রতিযোগিতায়।
নেইমারের কারণে ফরাসি লিগ নিয়েও আগ্রহ বেড়েছে। কিলিয়ান এমবাপ্পের কারণে তো বাড়বে আরও বেশি। ৪ আগস্ট ফরাসি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে পিএসজি আর মোনাকো। খেলা হবে চীনের শেনজেনে। ১১ আগস্ট শুরু হবে লিগ। পিএসজির প্রথম ম্যাচ ১ আগস্ট দিবাগত রাত ১টায়।
১৩ আগস্ট জার্মান সুপার কাপের ম্যাচ। বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে এইনট্রাখট। জার্মানি অবশ্য এর আগে বড় দলগুলোর বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ২১ জুলাই পিএসজি, ২৬ জুলাই জুভেন্টাস আর ২৯ জুলাই ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন।

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

শনিবার, ২৩ জুলাই, ২০১১